Privacy Policy

Friday, July 29, 2022

BanglarBhumi Help and Queries

 1. Bhumir Tathya App -এ খাজনা কিভাবে দেব? 

Ans. এই অ্যাপের মাধ্যমে আপানারা খাজনা দিতে পারবেন না। এর জন্য আপনারা BanglarBhumi official portal (https://banglarbhumi.gov.in) Portal visit করুন। এই অ্যাপে কোনরকমের Fee Payment বা Online Transaction করা যায় না। 

2. Plot Map কিভাবে পাবো?

Ans.  বর্তমানে দাগের ম্যাপ এ কিছু সমস্যার কারনে দেওয়া যাচ্ছে না। সমস্যার সমাধান হলে পুনরায় তা পাওয়া যাবে।  


3. Bhumir Tathya App এর Username and Password কোথায় পাবো?

Ans. এর জন্য আপনাকে Official Banglarbhumi portal (https://banglarbhumi.gov.in/) যেতে হবে। সেখানে পেজের ওপরে Sign Up পাবেন। সেটি ক্লিক করলে একটি Registration Form দেখতে পাবেন। সেটি fill up করে এবং আপনার Mobile no. টি OTP দিয়ে Verify করতে হবে। এরপর Password সেট করবেন। মনে রাখবেন। Password টি যেন 8 character এর বেশি হয় এবং সেটিতে যেন Capital Letter (A-Z), small letter (a-z), Special Charcter (#$@*), Numbers (0-9) একটি করে হলেও থাকে। এরপর Submit করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে আপনার Username হল আপনার Mobile No. এবং Password আপনি যেটা দিয়েছেন। নীচে একটি Video Link দেওয়া হল Registration পদ্ধতি দেখার জন্য। 

Video Link - https://www.youtube.com/watch?v=blDmqVbXtQQ